তথ্যপ্রযুক্তি

স্মার্টওয়াচের ৫ ফিচার অবশ্যই ব্যবহার করবেন

প্রতিনিয়তই বাড়ছে স্মার্টওয়াচের জনপ্রিয়তা। স্মার্টফোনের মতো স্মার্টওয়াচও হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। শুধু সময় দেখার জন্যই নয় নানান কাজে ব্যবহার করা যায় একটি স্মার্টওয়াচ। বলা যায়, স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায় হাতের এই ঘড়িতে। কল দেওয়া, রিসিভ করা, গান শোনা, গেম খেলা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন সবই পাওয়া যায় স্মার্টঘড়িতে।

Advertisement

এছাড়াও স্বাস্থ্য, স্পোর্টস ফিচারের সঙ্গে রয়েছে জিপিএস সুবিধাও। পাশাপাশি ফিটনেস ও নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য ফিচার তো রয়েছেই। এখনকার প্রায় সব স্মার্টওয়াচই পানি এবং ধুলা থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং প্রাপ্ত। তবে অনেকেই স্মার্টওয়াচ ব্যবহার করলেও এর অনেক সাধারণ ফিচার সম্পর্কে জানেন না।

চলুন জেনে নেওয়া যাক স্মার্টওয়াচের এমন কিছু ফিচার যেগুলো অবশ্যই ব্যবহার করবেন-

ব্লুটুথ কলিংস্মার্টওয়াচের সবচেয়ে জনপ্রিয় ফিচার ব্লুটুথ কলিং। আজকাল যে কোনো স্মার্টওয়াচে এই ফিচার পেয়ে যাবেন। এমনকি সাশ্রয়ী মূল্যের ঘড়িগুলোতেও বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন থাকে এবং ব্যবহারকারীদের সরাসরি তাদের ঘড়ি থেকে কল করতে দেয়। তাই পকেট থেকে ফোন বের না করে স্মার্টওয়াচ থেকেই কল করতে পারবেন, ফোন কল রিসিভ করতে পারবেন।

Advertisement

রক্তের অক্সিজেন পর্যবেক্ষণকরোনার পর থেকে প্রায় সব স্মার্টওয়াচ নির্মাতারা তাদের স্মার্টওয়াচগুলোতে অক্সিমিটার অন্তর্ভুক্ত করছে। এটি ব্যবহার করে, ব্যবহারকারীরা তাদের রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারেন সারাক্ষণ।

আরও পড়ুন: ১২১টি স্পোর্টস মোডসহ আসছে স্মার্টওয়াচ

হার্ট রেট মনিটরপ্রায় প্রতিটি স্মার্টওয়াচেই SpO2 মনিটরের মতো ফিচার দেওয়া হয় এখন। যা ২৮/৭ আপনার হার্ট রেট মনিটর করবে। প্রতিক্ষণে আপনাকে আপডেট জানাবে। যা থেকে আপনার স্বাস্থ্যের অবস্থা জানতে পারবেন খুব সহজেই। এই ফিচার ব্যবহার করুন।

নারীদের স্বাস্থ্য ট্র্যাকিংএখন বেশিরভাগ স্মার্টওয়াচগুলোতে নারীদের স্বাস্থ্য ট্র্যাকিং বৈশিষ্ট্যটি যুক্ত হচ্ছে। নারী ব্যবহারকারীরা অবশ্যই এই ফিচার ব্যবহার করুন। এতে আপনি আপনার মিনিস্ট্রুয়াল পিরিয়ডের সময় এলে স্মার্টওয়াচ থেকেই নোটিফিকেশন পাবেন। সেই সঙ্গে এসময় আপনার হার্টরেট কেমন, পানি কখন খেতে হবে, ডিহাইড্রেশন হচ্ছে কি না তাও জানতে পারবেন স্মার্টওয়াচের মাধ্যমে।

Advertisement

ফাইন্ড মাই ফোনফাইন্ড মাই ফোন ফিচার ব্যবহার করে স্মার্টওয়াচ থেকে জানতে পারবেন আপনার ফোনটি কোথায় আছে। যদিও এই বৈশিষ্ট্যটি এখনো সব ধরনের স্মার্টওয়াচে পাওয়া যায় না। তবে আপনার স্মার্টওয়াচে খুঁজে দেখতে পারেন আছে কি না। থাকলে অবশ্যই অন করে রাখুন।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জেআইএম