জাতীয়

৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি

আগামী ৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। ওইদিন থেকে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

Advertisement

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদ সম্মেলনে কথা বলেন।

এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। পাশাপাশি চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

এমওএস/কেএসআর/জেআইএম

Advertisement