রমজানের রোজা রেখে প্রয়োজনে শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে কি?
Advertisement
রোজা রেখে প্রয়োজনে নিজ শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না। কারণ, রক্ত দেওয়ার কারণে যেমন কোনো বস্তু দেহের ভেতরে ঢুকেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না।
আবার রোজা রেখে নিজে রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না, বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে; সুতরাং রোজাবস্থায় কারও শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হবে না।
তবে এমন বেশি পরিমাণে রক্ত দেওয়া মাকরূহ; যার দ্বারা শরীরে দুর্বলতা আসে। (আল কাসানি ২/৯২, ইবনে আবিদিন ৩/৪০০, ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০০)
Advertisement
এমএমএস/এএসএম