ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৬ মণ ওজনের শাপলাপাতা মাছ। বুধবার (২৯ মার্চ) সকালে মাছটি আড়তে ৪৮ হাজার ৮০০ টাকা বিক্রি হয়। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুর মাঝি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীতে তিনিসহ শাখাওয়াত ও বশির মাঝি জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল ওঠালে সেখানে একটি ভারী কিছু অনুভব হয়। পরে জালটিকে টেনে ওঠালে শাপলাপাতা মাছ দেখতে পান।
Advertisement
আরও পড়ুন: ৭ মণের শাপলাপাতা বিক্রি হলো সোয়া লাখে
তিনি আরও জানান, মাছটি তীরে নিয়ে আসলে এটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে বুধবার সকালে বরিশালের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন ৬ মণ। এরপর ওই আড়তে মাছটি ৪৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, শাপলাপাতা মাছ মূলত গভীর সাগরে থাকে। এটির বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এটি মূলত প্রজনন বা খাবারের সন্ধানে দিক হারিয়ে নদীতে চলে এসেছে।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম