ফের দুই বছরের জন্য চুক্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ লিয়াকত আলী লাকী।
Advertisement
চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১৩ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগের আদেশ কার্যকর হবে।
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা-কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯৩’ অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Advertisement
এর আগের মেয়াদ শেষে ২০২০ সালের ১৩ এপ্রিল থেকে চুক্তিতে তিন বছরের জন্য শিল্পকলা একাডেমির ডিজি নিয়োগ পেয়েছিলেন লিয়াকত আলী। তার সেই চুক্তির মেয়াদ আগামী ১২ এপ্রিল শেষ হবে।
লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।
আরএমএম/এমআই/এমএমএফ/বিএ/এএসএম
Advertisement