বরগুনার তালতলী উপজেলায় মুদিদোকানে ট্রেড করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির অপরাধে অনিল চন্দ্র শীল নামে এক ব্যবসায়ীর ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
এ সময় ওই দোকান থেকে টিসিবির ৭২ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুরের ডাল ও ৪১ কেজি চিনি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।
ইউএনও বলেন, তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করে টিসিবির পণ্য পাওয়া যায়। দোকান মালিককে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
Advertisement
তিনি আরও বলেন, ওই দোকান মালিক টিসিবির পণ্য কোথা থেকে পেয়েছে তার নাম প্রকাশ করেনি।
এসজে/জেআইএম