দেশজুড়ে

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাস কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দি এলাকাসহ আরও ছয়টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ অভিযান চালান। অভিযানকালে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

এ বিষয়ে মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোক অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এর ফলে প্রতিবছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় সোনারগাঁ থানার পরিদর্শক মো. মাহফুজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন, পঙ্কজ কান্তি সরকার, তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এমএস

Advertisement