বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।
Advertisement
সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবে।
আরও পড়ুন>সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।
Advertisement
আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে।
সৌদি আরবে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। এতে সেখানে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।
নাইট ফ্রাঙ্কের মিডল ইস্ট রিসার্চের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে বাড়ি কেনার চাহিদা কমিয়ে দিয়েছে।
এমএসএম
Advertisement