জাতীয়

ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা আতিকের

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাচঁ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

Advertisement

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারক করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রনয়ণ করে পাচঁ হাজার টাকা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড 

Advertisement

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন মেয়র।

এমএমএ/এমএইচআর/জিকেএস