খেলাধুলা

ম্যাচের আগের দিন হঠাৎ আইরিশদের টি-টোয়েন্টি অধিনায়ক বদল

ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ড। আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন এসে হঠাৎ টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা দিলো আইরিশরা।

Advertisement

শুধু অধিনায়ক বদল নয়। নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামই দিয়ে দিয়েছে আইরিশরা। তার বদলে এই সিরিজে সফরকারীদের নেতৃত্ব দেবেন পল স্টারলিং। সহঅধিনায়ক থাকবেন লরকান টাকার।

স্টারলিং এর আগে আয়ারল্যান্ডকে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিন্তু বালবির্নিকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো? আইরিশদের হেড কোচ হেনরিক মালান কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘মে মাসে বিশ্বকাপ সুপার লিগ এবং টেস্টকে সামনে রেখে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ছিল অ্যান্ড্রুকে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বদলে এখন দ্বিতীয় টেস্ট হবে। তাই তাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে।’

Advertisement

এমএমআর/জেআইএম