পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটের হামলায় আহত হয়েছেন মো. জাকারিয়া (২৬) নামের মসজিদের এক ইমাম। এ ঘটনায় ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
Advertisement
রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার পূর্ব ইন্দুরকানী গ্রামের কাজী বাড়ি আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. জাকারিয়া উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পূর্ব ইন্দুরকানী গ্রামের কাজী বাড়ি আবাসন এলাকায় বাচ্চাদের কোরআন পড়াতে যান ইন্দুরকানী খেয়াঘাট বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মো. জাকারিয়া। এসময় উপজেলার পূর্ব ইন্দুরকানী গ্রামের দেলোয়ার কাজীর ছেলে ইন্দুরকানী বাজারের মাছ ব্যবসায়ী ফরিদ কাজী (২৮) তার ওপর অতর্কিত হামলা চালায়ন।
Advertisement
আহত জাকারিয়া বলেন, ‘মাছ ব্যবসায়ী ফরিদ কাজী একজন বখাটে। তিনি অতর্কিত আমার ওপর হামলা চালিয়েছেন। আমাকে এলোপাতাড়িভাবে মারতে থাকেন ও দাড়ি ধরে টেনে মাটিতে ফেলে দেন।’
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাছের বাজারের পাশে মসজিদটি হওয়ায় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন সময় মসজিদে দান করেন। কিছুদিন আগে মাছ ব্যবসায়ী ফরিদ কাজীর কাছে মসজিদে কিছু দান করবেন কি না জিজ্ঞাসা করলে তিনি ক্ষেপে যান। সে ঘটনাকে কেন্দ্র করে তিনি আমার ওপর হামলা করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার বলেন, ‘ফরিদ কাজী পেশায় একজন মাছ ব্যবসায়ী হলেও তিনি আসলে একজন মাদক কারবারি। নেশাগ্রস্ত অবস্থায় তিনি বিভিন্ন মানুষের ওপর হামলা চালান। তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।’
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ফরিদ কাজীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
Advertisement
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, একজন ইমামকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
এসআর/জেআইএম