জাতীয়

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Advertisement

রোববার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান। এ সময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীরশহীদদের স্মরণে নীরবতা পালন করেন।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার।

Advertisement

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, মেহের আফরোজ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এইচএস/বিএ/এমএস