বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন হচ্ছে রোববার থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। রাত ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে করা হবে ৩টা।
Advertisement
এতে করে বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের সময়ের ব্যবধান কমে আসবে। বর্তমানে বাংলাদেশ বেলজিয়ামের মধ্যে সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। সময় পরিবর্তন হলে এক ঘণ্টা কমে গিয়ে তা চার ঘণ্টায় নেমে আসবে।
আরও পড়ুন: বেলজিয়ামে বৈধভাবে বসবাসের উপায়
নিয়মানুসারে বছর শুরুর তৃতীয় মাসের শেষদিকে এবং বছর শেষের দু’মাস আগে বেলজিয়াম সময় পরিবর্তন করা হয়। দিবালোক সঞ্চয় করতে প্রতি গ্রীষ্ম ও শীতে এই এক ঘণ্টার হেরফের হয়। শীতে এক ঘণ্টা পেছানো হয় আর গ্রীষ্মকালে বাড়ানো হয় এক ঘণ্টা।
Advertisement
জেডএইচ