দিনাজপুরের বোচাগঞ্জে চুরি যাওয়া গাভিন ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে এক কসাইকে সাজাসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সাজাপ্রাপ্ত কসাই মো. শুভকে বোচাগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল। শনিবার (২৫ মার্চ) সকালে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
ছাগলের মালিক তরিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠে ঘাস খাওয়ার জন্য ছাগল বেঁধে রাখেন। পরে মাঠে গিয়ে দেখেন দড়ি আছে কিন্তু ছাগলটি নেই। ছাগলটি তিন মাসের গাভিন ছিল। সন্দেহ হওয়ায় শনিবার সকালে সেতাবগঞ্জ বাজারে ছাগলটি খুঁজতে যান তিনি।
সেখানে গিয়ে তিনি দেখেন জহুরুল কসাইয়ের দোকানে মো. শুভ নামে আরেক কসাই তার ছাগলটি জবাই করেন। নিষেধ করতে করতেই তিনি ছাগলটি জবাই করেন।
Advertisement
সেসময় তরিকুল জানান, এই ছাগলটি তার। শুক্রবার দুপুরে ছাগলটি চুরি হয়েছে। ছাগলের পেটে দুটি যমজ বাচ্চা আছে। আপনারা দেখতে পারেন। পরে পেট কেটে তার প্রমাণ মেলে।
এ সময় ঝামেলায় না জড়ানোর জন্য কসাই তাকে মীমাংসার প্রস্তাব দেন। কিন্তু তার আগেই জহিরুল কসাইয়ের দোকানে গাভিন ছাগল চুরি করে জবাইয়ের বিষয়টি বাজারে ছড়িয়ে পড়ে। কে বা কারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোচাগঞ্জ থানায় খবর দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ এসে সহযোগী কসাই শুভকে (২১) আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দাপাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের সাজা প্রদান করেন। ঘটনার সময় জহুরুল কসাই দোকানে ছিলেন না। তবে ছাগলটি কে চুরি করেছে সেটাও জানা যায়নি।
এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম
Advertisement