এশিয়া কাপের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট লেন্থে বল করছেন তিনি। আর তা থেকে দারুণ সফলতাও পাচ্ছেন এ পেসার। তাই নিয়মিত একই জায়গায় বল করতে প্রাণপন লড়ে যাবেন বলে জানালেন এই নবীন তারকা।বৃহস্পতিবার নিজের বাসায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘যেহেতু আমার মূল শক্তি হলো পেস। সেহেতু আমি যদি সঠিক জায়গায় বল করতে পারি তাহলে সব ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা কঠিন হবে। পরিকল্পনা ছিল আমি যাই করিনা কেন, আমি জায়গা ছাড়বো না। এ পরিকল্পনায় সফল হয়েছি এবং আমার মনের মত জায়গায় বল করতে পেরেছি। তাই এতো কম রান দিতে পারছি।’অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ; কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ইনজুরিতে পড়েন তিনি। এরপর ফিরে এসে নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না এ পেসার। এশিয়া কাপে এসেই চেনা ছন্দ ফিরলেন তিনি। ধারাবাহিকভাবে এ ছন্দ ধরে রাখারও প্রত্যয় জানালেন তিনি।রোববার শিরোপার লড়াইয়ে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। ফাইনালে জয়ের প্রত্যাশা জানিয়ে তাসকিন বলেন, ‘আশা করছি একটা ভালো ফাইনাল উপভোগ করবে সবাই। এশিয়া কাপের আগে আমরা দু’মাস ভালো প্রস্তুতি নিয়েছি। আগের তিনটা ম্যাচেও ভালো খেলেছি। এ সবকিছু থেকেই আমাদের আত্মবিশ্বাসটা বাড়ছে। আমরা যে উন্নতি করছি, সেটা প্রমাণ করতে পারছি। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে আশা করি খুব ভালো একটা ফাইনাল হবে।’ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগেই ভারতকে শক্তিশালী মানছেন তাসকিন। তবে নিজেদের পিছিয়ে রাখলেন না তিনি। সাম্প্রতিক সময়ের উন্নতিতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘শেষ যে কয়টা ম্যাচ দেখলাম তারা ব্যাটিং এবং বোলিং দুইটাতেই ভালো করে আসছে। আমরাও কিন্তু উন্নতি করছি। গত বছর আমরা ওয়ানডেতে অসাধারণ খেলেছি। টি-টোয়েন্টিতে ওদের মত এতো খেলিনি। তবুও আমরা কিন্তু আল্লাহর রহমতে ভালো করছি। ধারাবাহিকভাবে ভালো খেলেছি শেষ কয়েকটি ম্যাচ। আমরা উন্নতি করছি এটাই তার প্রমাণ। আসলে এটা বলা কঠিন কোনটা ওদের ভালো, কোনটা খারাপ। দুইটার জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে এবং শতভাগ দিতে হবে।’আরটি/আইএইচএস/এসকেডি
Advertisement