নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- মো. নাঈম, সাইফুল এবং কাইয়ুম। তিনজনই ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর পৌনে ২টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগে সকালেও একটি ককটেলের বিস্ফারণ ঘটানো হয়। তবে ওই সময়ে কেউ হতাহত হয়নি।
Advertisement