দেশজুড়ে

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।

আহতরা হলেন, অটোরিকশায় থাকা শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)।

Advertisement

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোৎস্না বেগম মারা যান। গুরুতর অবস্থায় ইয়াকুব আলী, নুসরাত জাহান এবং অটোচালক মাজারুলকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে ইয়াকুব আলী মারা যান। পরে নুসরাত ও মাজারুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

Advertisement