মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ এলাকার ফুলের বাগানের কোনো ক্ষতিসাধন না করার বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
Advertisement
বৃহস্পতিবার (২৩ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ এলাকার ফুল বাগানের যেন কোনোরূপ ক্ষতিসাধন না হয়, সেদিকে সর্তক থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আইএইচআর/এমএএইচ/জেআইএম
Advertisement