অর্থনীতি

টাকা খরচে ধীরগতি, ৮ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৩২ শতাংশ

গত অর্থবছরের চেয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কম বাস্তবায়ন হয়েছে চলতি অর্থবছরে। অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের ৩২ দশমিক ১০ শতাংশ। যেখানে করোনাকালে ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরে ৩ দশমিক ৭০ শতাংশ বাস্তবায়স কম হয়েছে।

Advertisement

এমনকি চলতি অর্থবছরের বাস্তবায়ন হার গত পাঁচ অর্থবছরের তুলনায় সব থেকে কম। একই সঙ্গে শুধু ফেব্রয়ারি মাসের বাস্তবায়নও গত অর্থবছরের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ কম হয়েছে। চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বুধবার (২২ মার্চ) চলতি অর্থবছরের জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি)।

আরও পড়ুন>> টেন্ডার ছাড়াই বিশ্বব্যাংকের ঋণের ১২২৬ কোটি টাকা খরচের ছক

Advertisement

হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ৩৭ দশমিক ২৬ শতাংশ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ৩৯ দশমিক ১৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের শুধু ফেব্রুয়ারি মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৫ দশমিক ৫৯ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সাধারণত অর্থবছরের শেষদিকে এডিপি বাস্তবায়ন হার বাড়ে। এছাড়া প্রকল্পে ধীরগতি থাকে, অনেক সময় ঠিকমতো রিপোর্ট করে না। এসব কারণে প্রথমদিকে বাস্তবায়ন হার কম থাকে। যদিও এ ট্রেন্ড মোটামুটি প্রতি বছর একই থাকে। তবে এবার বাস্তবায়ন একটু কম হয়েছে। এটা বিবেচনা করার বিষয়। এটা বাড়ানো দরকার। বাস্তবায়ন হার বাড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে।

আইএমইডির হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ প্রকল্প বাস্তবায়নে খরচ করেছে ৮২ হাজার ১৬৯ কোটি ৯৬ লাখ টাকা। আর শুধু ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে ১o হাজার ৭৯ কোটি ৭৬ লাখ টাকা, যা গত অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ছিল ১৩ হাজার ২৩২ কোটি ১০ লাখ টাকা।

Advertisement

প্রথম আট মাসে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন পর্যন্ত বিভাগটি বাস্তবায়ন করেছে ৯৯ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৫৯ দশমিক ৬২ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৫৬ দশমিক ৮৩ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৪৭ দশমিক ৭৮ শতাংশ, সেতু বিভাগ ৪৭ দশমিক ১৯ শতাংশ এবং শিল্প মন্ত্রণালয় ৪১ দশমিক ৩৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

আইএমইডি তথ্যমতে, বেশকিছু মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হার সন্তোষজনক হলেও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে। প্রথম ৮ মাসে ১০ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি ৪ মন্ত্রণালয় ও বিভাগ। এসময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯ দশমিক ৭৭ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৯ দশমিক ৯৯ শতাংশ বাস্তবায়ন করেছে। আট মাসে মোট বরাদ্দের ১ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। শূন্য দশমিক ৯৯ শতাংশ বাস্তবায়ন করেছে তারা।

আরও পড়ুন>> ১১ বছরে মেয়াদ বেড়েছে ৭ বার, ব্যয় বেড়েছে ২৪৯৩ কোটি

এদিকে, অর্থবছরের ৮ মাস পেরিয়ে গেলেও বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এডিপিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ১০১ কোটি ৪১ লাখ টাকা। চার মাসে একটি প্রকল্পেরও কাজ শুরু করতে পারেনি মন্ত্রণালয়টি।

এডিপির হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছর মোট ১ হাজার ৪৯৬টি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত আছে। এ প্রকল্পগুলোর জন্য বরাদ্দ আছে দুই লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। যা বরাদ্দের দিক থেকে গত পাঁচ অর্থবছরের তুলনায় সর্বোচ্চ।

এমওএস/ইএ