কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত অন্য যেকোনো সময়ের চেয়ে দ্রুততার সঙ্গে বিকাশ লাভ করছে। এ উন্নয়ন টেকসই করতে এবং এর গুণগত মান বজায় রাখতে স্বাস্থ্যসেবা খাতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তির এবং সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই বলে মনে করেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম তারিক আরাফাত।
Advertisement
মঙ্গলবার রাতে বুয়েট ক্যাম্পাসে বাংলাদেশে গুণগত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ) নাজমুল হক খান, জাইসের আঞ্চলিক প্রধান (সার্ক) ভিকাস সাক্সেনা, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার মূল বক্তব্য উপস্থাপন করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম তারিক আরাফাত।
Advertisement
তিনি তার বক্তব্যে বাংলাদেশে স্বাস্থ্যসেবার গুণগত মান ও টেকসই উন্নয়নে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের অপরিহার্য অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত অন্য যেকোনো সময়ের চেয়ে দ্রুততার সঙ্গে বিকাশ লাভ করছে। তবে এ উন্নয়ন টেকসই করতে এবং এর গুণগত মান বজায় রাখতে স্বাস্থ্যসেবা খাতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তির এবং সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট এরই মধ্যে ডায়ালাইসিস সেবা, মেডিক্যাল গ্যাস, ও চিকিৎসা সরঞ্জাম এর সার্বিক ব্যবস্থাপনা কাজে সক্রিয় ভাবে ভূমিকা রাখতে শুরু করেছে। জাইস এর সহযোগিতায় ইলেকট্রন মাইক্রোস্কোপি ল্যাব ও ডিজিটাল মাইক্রোস্কোপি ক্লাসরুম, অপথালমোলজি এবং ভিশন ল্যাব এর শুভযাত্রা বাংলাদেশের স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েটকে নিঃসন্দেহে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, বুয়েট দীর্ঘকাল ধরে প্রযুক্তিগতভাবে জাতিকে সেবা দিয়ে যাচ্ছে। দেশের স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখার জন্য বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ধন্যবাদ জানান এবং স্বাস্থ্যসেবা বিভিন্ন খাতের প্রয়োজনগুলি সমাধান করতে সরকারি সহযোগিতায় বিভাগটি আরও কাজ করবে বলে আশাবাদ করেন।
এমএইচএম/এমআইএইচএস/জিকেএস
Advertisement