ক্যাম্পাস

বহিরাগত প্রবেশ বন্ধে বাকৃবিতে সেফটি ফার্স্ট স্টিকার সেবা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে ও বহিরাগতদের দৌরাত্ম্য রোধে চালু হতে যাচ্ছে বাউ: সেফটি ফার্স্ট স্টিকার সেবা।

Advertisement

মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের বাউ: সেফটি ফার্স্ট স্টিকার ২৩, ২৪, ২৭ ও ২৮ মার্চের মধ্যে সংগ্রহ করতে বলা হয়েছে। স্টিকারের জন্য চালকের এক কপি ছবি (পাসপোর্ট সাইজ) ও মোটরসাইকেল নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, প্রতিটি স্টিকারে ইউনিক নম্বর দেওয়া থাকবে। নম্বরের পরিপ্রেক্ষিতে চালকের ছবি, নাম, ঠিকানাসহ মোটরসাইকেলের নম্বর লিপিবদ্ধ করা থাকবে। ফলে চালক ব্যতীত অন্য কেউ বাহনটি নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বহিরাগত মোটরসাইকেলগুলো চিহ্নিত করা সহজ হবে। এরপর গাড়ির নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

এসজে/জেআইএম