জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

Advertisement

মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে ট্রেনের কোনো টিকিট বিক্রি হবে না সিদ্ধান্ত হয়েছে। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট।আরও পড়ুন>> এবার ঈদযাত্রায় কাউন্টারে মিলবে না ট্রেনের টিকিট

রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো বিক্রি মিলবে না, শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

Advertisement

আরএসএম/এমএএইচ/জেআইএম