দেশজুড়ে

বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুরে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার অভিযোগে ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপত্তা গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে হামিদ খানের বড় ছেলে সালাউদ্দিন খানের সঙ্গে ছোট ভাই জিলাল খানের ঝগড়া হয়। একপর্যায়ে জিলাল খান ধারালো দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দেন। এতে সালাউদ্দিন গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির যাবজ্জীবন দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এ বারী বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট না। উচ্চ আদালতে আপিল করবো। আশা করছি, সেখান ন্যায় বিচার পাবো।

রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম

Advertisement