দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রাক্টর কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় চয়ন মন্ডল ওরফে কংকন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কংকন সদর উপজেলার বানিবহ গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, ঢোলজানি বাজার থেকে মামাতো ভাই সমেন বিশ্বাসের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন কংকন। পথে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কংকনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই কংকনের মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

Advertisement

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জাগো নিউজকে বলেন, ট্রাক্টরচালক গাড়ি রেখে পালিয়েছেন। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এসজে/এএসএম