দেশজুড়ে

সাবেক-বর্তমান ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সরকারি জমি দখলকারীদের সহায়তার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম এবং সাবেক ইউএনও ও সাবেক এসিল্যান্ডসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

সোমবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে মামলাটি করেছেন মুহিতুর রহমান তালুকদার নামের এক আইনজীবী।

মামলায় ছয়জন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাতজন ভূমি দখলকারীকে আসামি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন- জগন্নাথপুর উপজেলার বর্তমান ইউএনও সাজেদুল ইসলাম, সাবেক ইউএনও মাহফুজুল আলম মাসুম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সাবেক সার্ভেয়ার আব্দুল মোনায়েম খান, বর্তমান সার্ভেয়ার মুহিবুর রহমান ও সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একে এম নাজমুল হুদা খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মৌজার ১ নং খতিয়ানের ১২৫ নং দাগের ২২ শতক গোপাটের রাস্তা রকম ভূমি হবিবপুর (মাঝপাড়া) এলাকার বাসিন্দা মামলার আসামি আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক ও জামাল মিয়া উক্ত ভূমি জবর দখল করেন। দীর্ঘ ছয় বছর পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই সরকারি জায়গা উচ্ছেদের জন্য ২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দখলকারীদের সাত দিনের মধ্যে উচ্ছেদের জন্য নির্দেশ দেন।

Advertisement

এক বছরেও ওই জায়গা দখল মুক্ত না হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মুহিতুর রহমান তালুকদার ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ওই সরকারি জায়গা দখলমুক্ত করতে লিখিত আবেদন করেন।

এ বিষয়ে মামলার বাদী মুহিতুর রহমান তালুকদার বলেন, জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে, তিনি জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টরকে (আরডিসি) ব্যবস্থা নিতে বলেন। আরডিসি একই বছরের ২৪ অক্টোবর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামকে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্ভেয়ার মুহিবুর রহমানের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। এ সময় সার্ভেয়ার মুহিবুর রহমান দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। এতে প্রতিবাদ করলে ওই সার্ভেয়ার পুলিশের ভয়ভীতি দেখান।

এ আইনজীবী আরও বলেন, নিরুপায় হয়ে জনস্বার্থে সরকারি গোপাটের রাস্তা উদ্ধার ও দখলকারীদের সহায়তাকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করি। মামলায় সরকারি আদেশ অমান্য করে ঘুস দাবির কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। মামলা হয়েছে সেটার বিষয়েও জানি না।

Advertisement

তবে মামলার বাদী পক্ষের আইনজীবি আবুল আজাদ জাগো নিউজকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

লিপসন আহমেদ/এসজে/এএসএম