আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে হামলা, পিটিআই নেতাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে।

Advertisement

আরও পড়ুন> ইমরান খানের বহু কর্মী-সমর্থক গ্রেফতার

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন> অভিযান শেষে ইমরান খানের বাসভবন ছাড়লো পুলিশ

Advertisement

নিহত পিটিআই নেতা আতিফ বস্তি শের খানের বাসিন্দা। সাবেক প্রাদেশিক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি।

আরও পড়ুন> ইমরান খানের সমর্থকদের বেধড়ক পেটালো পুলিশ

২০২২ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাভেলিয়ান তহসিল নাজিম নির্বাচিত হন আতিফ।

সূত্র: ডন

Advertisement

এসএনআর/জেআইএম