ঝিনাইদহ শহরে নির্মাণাধীন ২৫ ফুট গর্তের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
Advertisement
সোমবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজাউল ইসলাম ওই এলাকার মনির উদ্দিন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, গভীর সেপটিক ট্যাংকে এক ব্যক্তি আটকা পড়েছে এমন সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় লেডার (মই) ও দড়ি ব্যবহার করে দুজন ফায়ার ফাইটার গর্তে নেমে আহত রেজাউল ইসলামকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও জানান, কয়েকদিন ধরেই বাড়ির সঙ্গে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন রেজাউল ইসলাম। বিকেলে কেউ না থাকায় বৃষ্টির পানি জমে যেতে পারে শঙ্কায় পলিথিন দিয়ে গর্ত ঢাকতে গিয়েছিলেন তিনি। সেসময় গর্তের পাড় ভেঙে নিচে পড়ে যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ জানান, আহত রেজাউলের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার চিকিৎসা চলছে, তিনি শঙ্কামুক্ত নন।
Advertisement
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস