দেশজুড়ে

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, ৩ যুবক আটক

সিরাজগঞ্জে শিশু রিদওয়ানকে (১১) অপহরণের পর মুক্তিপণ না পাওয়ায় হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।

Advertisement

নিখোঁজের তিনদিন পর আটকদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দহবিল এলাকার ঘাসের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিদওয়ান শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

বিকেলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেল শিশুটি নিখোঁজ হলে বাবা মনিরুল ইসলাম থানায় সাধারণ ডায়রি করেন। এরপর শনিবার সকালে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে মনিরুল ইসলাম ১০ হাজার টাকা দিলেও এ হত্যাকাণ্ড ঘটান অপহরণকারীরা।

এ ঘটনায় ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত একই উপজেলার আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত হোসেন (২১), আলা উদ্দীনের ছেলে সাগর আলী (২২) ও জলিল সেখের ছেলে নাঈম হোসেনকে (২১) আটক করা হয়।

Advertisement

এ প্রসঙ্গে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান জাগো নিউজকে জানান, অপহরণের পর হত্যাকাণ্ডে জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, মরদেহটি সকালে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এফএ/এমএস