তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটির কারণে ঝুঁকিতে যেসব পেশা

চ্যাটজিপিটি বা চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এই মুহূর্তে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে চ্যাটজিপিটি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি অ্যাপলিকেশন যাকে বলা হয় ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’। এটি চালু করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের তথ্য পাবেন এ চ্যাটবটে।

Advertisement

চ্যাটবটটি আপনার সব প্রশ্নের উত্তর দেবে নির্ভুলভাবে। এমনকি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো অনেকগুলো লিংক দিয়ে কনফিউজড করে দেবে না। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য।

গুগলের সার্চ ইঞ্জিনের থেকেও উন্নত প্রযুক্তি বলে এই চ্যাটবটে ভরসা রাখছে কোম্পানিগুলো। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে কর্মক্ষেত্রে মানুষের জায়গা নেবে চ্যাটজিপিটি। এরই মধ্যেই সেই কাজ শুরু হয়েছে। কোম্পানির কাজ করতে এআই চ্যাটবট প্রয়োগ করেছে কর্ণধারেরা। যাতে মাসের শেষে হাজার হাজার ডলার সাশ্রয় করছে বেশিরভাগ কোম্পানি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চ্যাটজিপিটির কারণে চাকরি হারাতে পারে লাখ লাখ মানুষ। ঝুঁকিতে হাজার হাজার পেশা। এরমধ্যে আছে শিক্ষক থেকে, লেখক গণমাধ্যম, ফ্রিল্যান্সাররাও। চলুন জেনে নেওয়া যাক এমন আরও কয়েকটি পেশার নাম, যেগুলো চ্যাটজিপিটির উন্নতিতে পড়বে ঝুঁকিতে-

Advertisement

>> ডাটা এন্ট্রি ক্লার্ক>> কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ>> গণমাধ্যম>> প্রুফরিডার>> বই কিপার>> অনুবাদক>> কপিরাইটার>> সফটওয়্যার ডেভেলপার>> ওয়েব ডেভেলপার>> কম্পিউটার প্রোগ্রামার>> কোডার এবং তথ্য বিশ্লেষক>> মার্কেট রিসার্চ অ্যানালিস্ট>> সোশ্যাল মিডিয়া ম্যানেজার>> টেলিমার্কেটার>> ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট>> প্রতিলিপিবিদ>> ট্রাভেল এজেন্ট>> প্রাইভেট টিউটর>> টেকনিক্যাল সাপোর্ট অ্যানালিস্ট>> ই-মেইল মার্কেটার>> নিয়োগকারী>> মডারেটর

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জিকেএস

Advertisement