ফুটবল প্রেমে মত্ত পুরো বিশ্ব। গত বছরের বিশ্বকাপ ফুটবল তার বড় প্রমাণ। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে মেতে উঠেছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সারা বছর বিভিন্ন ক্লাব ফুটবল ম্যাচগুলো ফুটবল প্রেমীদের তৃষ্ণা মেটাচ্ছে। তবে আপনি খুব বেশি ফুটবলের ভক্ত হলে নিজের স্মার্টফোনের খেলতে পারেন এই গেম।
Advertisement
অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য রয়েছে অসংখ্য ফুটবল গেম অ্যাপ। যেগুলো অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই খেলা যাবে। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের সেরা ৫ ফুটবল গেমের সম্পর্কে-
ই-ফুটবল পিইএসদুর্দান্ত গ্রাফিক্স কোয়ালিটি ও গেম প্লে পেতে বেছে নিতে পারেন এই ফুটবল অ্যাপটিকে। গেমটি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন। চাইলে গেমটিতে আপনি খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। আর নিজের মতো খেলোয়াড় পছন্দ করে খেলতে পারবেন। এই গেমটি আপনি খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের সেরা ৫ অফলাইন গেম
Advertisement
ফিফা ফুটবলফিফা ফুটবল শেষ হলেও আপনার ফোনেই পাবেন সেই উন্মাদনা। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন গেমটি। গেমটির গ্রাফিক্স কোয়ালিটিও দুর্দান্ত। আপনি এতে অনেক ফিচার পাবেন। যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন গেমটি।
ড্রিম লিগ সকারগেমটি খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। গেমটিতে অনন্য় সব ফিচার আছে, যা আপনাকে দারুণ অভিজ্ঞতা দেবে। এই গেমটি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে খেলা যাবে।
ফাইনাল কিকফুটবল প্রেমীদের জন্য় এই গেমটি একদম উপযুক্ত। এই গেমটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফুটবল গেম। গেমটি খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটিও আপডেটেড।
সকার স্টারএই গেমটিরও গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো। এর সবচেয়ে ভালো ফিচার হলো, আপনি এই গেমটি একাও খেলতে পারবেন। আবার বন্ধুদের সঙ্গে টিমআপ করেও খেলা যাবে। গেমটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে।
Advertisement
সূত্র: মাই স্মার্ট প্রাইজ
কেএসকে/জিকেএস