জাতীয়

দেশ স্বাধীন না হলে নিম্ন পদে চাকরি করতে হতো: ডিজি মুনীর

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, দেশ স্বাধীন না হলে খুব নিম্ন পদে আমাদের চাকরি করতে হতো। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিজ্ঞানের আলোয় সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগোতে হবে।

Advertisement

রোববার (১৯ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর বৈষম্যহীন চিন্তা ও দেশপ্রেমের চেতনা নিয়ে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। তিনি গরিব-দুঃখীদের ভালোবাসতেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি সৎ সরকারি কর্মচারীদের মূল্যায়ন করতেন।

বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও দুর্দমনীয় নেতৃত্বই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে বলে জানান তিনি।

Advertisement

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এছাড়া জাদুঘরে দর্শনার্থীদের জন্য ওইদিন বিনামূল্যে প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমওএস/এমকেআর/এএসএম

Advertisement