মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ গ্রহণের সময় স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।
Advertisement
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনসহ ১৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
Advertisement
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জাগো নিউজকে বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সকালে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। গাড়ি দ্রুত চালানোয় হয়তো চাকা ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম