দেশজুড়ে

আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না: মঈন খান

দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

Advertisement

শনিবার (১৮ মার্চ) বিকেলে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘সরকার সারাক্ষণ উন্নয়নের কথা বলে অথচ জনগণের ভোটকে ভয় পায়। জনগণকে ভয় পায় বলেই দিনের ভোট রাতে করেছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরে এসে দেশের মানুষ আবারও গণতন্ত্রের জন্য রাজপথে নেমেছে। মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা দাবিদার সরকার দেশের গণতন্ত্র হত্যা করেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে শতশত কোটি টাকা লুট করে নিজেদের পকেট ভারি করছে সরকার। মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করছে। দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ রক্তাক্ত। বিদ্যুৎ, গ্যাস, তেলসহ সবকিছুর মূল্য বাড়লেও সাধারণ মানুষের জীবনের মূল্য কমেছে। গত চার মাসে ১৭ জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে সরকার।’

Advertisement

আব্দুল মঈন খান বলেন, ‘দেশের মানুষ কথা বলার অধিকার চায়, ভোটের অধিকার চায়। তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি সংবিধান লঙ্ঘন করা হবে। ভোটের অধিকার কেড়ে নিলে, সুপ্রিম কোর্ট দখলে নিলে কি সংবিধান লঙ্ঘন হয় না? ১৯৯৬ সালে কেন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। মানুষের ভোটের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এমআরআর/জেআইএম

Advertisement