দেশজুড়ে

মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিক নিহত

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ড্রেজারে খননকাজ করার সময় পশুর নদীতে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নাঈম দেওয়ান (২৫)। বাড়ি মুন্সিগঞ্জ। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর জেটির সামনে পশুর নদীতে খনন কাজে নিয়োজিত ড্রেজারে কাজ করার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যান। এসময় একজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নাঈম হাসান নিখোঁজ হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ শনাক্ত করেন স্থানীয় ডুবুরিরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খননকাজে নিয়োজিত সিএসবি বোখারী নামের ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিষ্কার করার সময় কাটারের ঝুলন্ত ওয়্যাররোপ ছিঁড়ে নদীর তলদেশে পড়ে যায়। এসময় কাটারের ওপরে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে যান। তখন একজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নাঈম দেওয়ান (২৫) নামের অপর শ্রমিক নিখোঁজ হন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ শনাক্ত করা হয়।

Advertisement

মরদেহটি কাটারের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। মরদেহটি যাতে সরে কিংবা ভেসে যেতে না পারে সেজন্য রশি দিয়ে হাত বেঁধে রেখেছেন ডুবুরিরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের চিফ হাইড্রোগ্রাফার লে. কমান্ডার ওবাইদুর রহমান বলেন, মরদেহের অবস্থান শনাক্ত করা গেছে। ড্রেজারের কাটার উত্তোলনের ওয়্যাররোপটি মেরামত করেই মরদেহ তোলা হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিখোঁজের সন্ধান নিশ্চিত হওয়া গেছে। এখন মরদেহ উদ্ধারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

Advertisement