দেশজুড়ে

উন্নয়নের নামে বড় প্রকল্প জনগণের কাজে আসছে না: জোনায়েদ সাকি

সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হলেও তা জনগণের কাজে আসছে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

Advertisement

শনিবার (১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ঈদগাও মাঠে দুই দিনব্যাপী প্রথম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জোনায়েদ সাকি বলেন, সরকার টিকে আছে কতিপয় গোষ্ঠীর ওপরে। সরকারের মদদে দেশের বাইরে টাকা পাচার করছে এক শ্রেণির লোপাটকারী। লোপাটকারীদের লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে সরকার। লোপাটকারীরাও নানা ফন্দি এঁটে সরকারকে টিকিয়ে রাখছে।

জোনায়েদ সাকি আরও বলেন, দেশের বিদ্যুৎ খাত আজ একটি গোষ্ঠীর পকেট ভারী করছে। জনগণের কষ্টের কথা চিন্তা না করে, কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মাসে মাসে দাম বাড়বে বলে ঘোষণা করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে বিদ্যুতের উন্নয়ন করতে গিয়ে শুধুই কষ্ট বাড়ছে জনগণের। এই দায় সরকার না নিয়ে বরং জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।

Advertisement

সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে কিন্তু সেই ভর্তুকিও কোনো কাজে আসছে না উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত তাদের হাতে কিছু নেই। উৎপাদিত পণ্যের ভালো দাম পাচ্ছে না কৃষক। ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খোলা হলে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারলে এরকম ক্ষতির মুখে পড়তো না কৃষক।

কৃষক মজুর সংহতির আহ্বানে কৃষিমূল্য কমিশন গঠন, কৃষিপণ্যের লাভজনক দামসহ ১৭ দফা দাবিতে দুই দিনব্যাপী প্রথম কেন্দ্রীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও দীপক রায়, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ।

এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহমেদ।

জিতু কবীর/এফএ/জেআইএম

Advertisement