নৌকা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা।
Advertisement
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌকা প্রতীকে খায়রুল আলম পেয়েছেন ৫ হাজার ৪১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবদুল হামিদ মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২০১ ভোট।
সীমান্তবর্তী এ পৌরসভা ২০১৪ সালে ৩ সেপ্টেম্বর মাসে গঠিত হয়। কিন্তু পৌরসভার সীমানা জটিলতা কারণে ৪ বছর নির্বাচন কার্যক্রম বন্ধ ছিল। পরে সীমানা জটিলতা নিরসন শেষে ২০১৮ সালের ২৯ মার্চ প্রথমবার পৌর নির্বাচন হয়।
Advertisement
ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান মো. খায়রুল আলম। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ নিয়ে নির্বাচন করেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল হামিদ।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস