খেলাধুলা

যে বিরল রেকর্ড গড়লেন মাশরাফিরা

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শেষ ম্যাচে বাংলাদেশ অতিরিক্ত একটি রানও দেয়নি। যা বাংলাদেশের টি২০ ক্রিকেট নতুন রেকর্ড। বাংলাদেশ অতিরিক্ত রান না দিলেও পাকিস্তান ছিল ভিন্নরূপে। অতিরিক্ত খাতে তারা রান দিয়েছে আটটি। টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সাত উইকেটে ১২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর সব রানই এসেছে ব্যাট থেকে।তাসকিন এই ম্যাচে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছেন। চার ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান, নিয়েছেন একটি উইকেট। এর মধ্যে ছিল একটি মেডেনও। মজার বিষয় হলো, তিন ওভারে তাসকিন রান দিয়েছিলেন মাত্র দুই। শেষ ওভারে দেন ১২।চার ওভারে সর্বোচ্চ ৩৫ রান দিয়েছেন আরাফাত সানি। তবে তিনি নিয়েছেন একটি উইকেটও। আল আমিন চার ওভারে ২৫ রানে দিয়ে নিয়েছেন তিন উইকেট। মাশরাফি চার ওভারে দিয়েছেন ২৯ রান, নিয়েছেন এক উইকেট। তবে চার ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।আন্তর্জাতিক টি২০ ক্রিকেট সর্বোচ্চ অতিরিক্ত রান দেয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা দিয়েছিল ২৯টি অতিরিক্ত রান। গত ১৫ জানুয়ারি খুলনায় বাংলাদেশ সর্বোচ্চ অতিরিক্ত রান দিয়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে।ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে সর্বোচ্চ অতিরিক্ত রান দেয়ার রেকর্ড খুঁজে পাওয়া গেলেও পাওয়া যায়নি অতিরিক্ত রান না দেয়ার রেকর্ড। নতুন কোনো রেকর্ড হলেই নাকি রেকর্ডবুকে তা যুক্ত হয়। টি২০ ক্রিকেটে বাংলাদেশের অতিরিক্ত রান না দেয়ার রেকর্ডটি তাহলে বিরল, অদ্বিতীয়।বিএ

Advertisement