খেলাধুলা

নিজেকে ভাগ্যবান ভাবছেন মাশরাফি

সৌম্য, মাহমুদউল্লাহ, তাসকিন, আল-আমিনদের নৈপুণ্যে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয়বারের মতো এশিয়াকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এ জয়ের জন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘আমরা ফাইনাল আমরা টার্গেট করিনি। একটার পর একটা ম্যাচ নিয়ে ভেবেছি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আমাদের ফাইনালের পথটা অনেক পরিষ্কার হয়ে যায়। আমরা অনেক ভাগ্যবান যে আজকের ম্যাচটা জিততে পেরেছি।’ভারতের বিপক্ষে ভালো খেলাকে এ ম্যাচ জয়ের রসদ হিসেবে ভাবছেন। সে ম্যাচে বোলিংয়ে প্রথম ১৫ ওভার দারুণভাবে ম্যাচে ছিল বাংলাদেশ।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ যখন ভারতের বিপক্ষে ছিল সেটা আমাদের জন্য বড় ম্যাচ ছিল। আমার কাছে মনে হয়েছিল এ ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে টুর্নামেন্টে অনেক ভালো জায়গায় এগিয়ে যাব। আর ভালো খেলে হারলেও সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারবো। হয়তো আমরা ব্যাটিংয়ে পারিনি কিন্তু বোলিংয়ে একটা সময় পর্যন্ত ভালো খেলেছিলাম।’উল্লেখ্য, আগামী ৬ মার্চ একই মাঠে ভারতের বিপক্ষে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপা হারিয়েছিল বাংলাদেশ।আরটি/বিএ

Advertisement