আইন-আদালত

উত্তেজনা হাতাহাতির মধ্যে শেষ হলো ভোটগ্রহণ

উত্তেজনা, হট্টগোল, ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় এবং শেষ দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।।

Advertisement

আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেও আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। গতকাল হট্টগোল ও ধাক্কাধাক্কির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে আবারও দু-পক্ষের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে প্রায় অর্ধেক ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৮ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে দুদিনে ৪ হাজার ১৩৭ ভোট পড়েছে।

আরও পড়ুন: ‘আইনজীবী সমিতি প্রাইভেট সংগঠন, প্রধান বিচারপতির কিছুই করার নেই’

Advertisement

বুধবারের ঘটনা প্রধান বিচারপতির কাছে তুলে ধরার মধ্য দিয়েই বিএনপিপন্থি আইনজীবীরা বৃহস্পতিবার তৎপরতা শুরু করেন। এরপর আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল-শ্লোগান, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে প্রথমে বিএনপিপন্থি আইনজীবীদের ও পরে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ, ভোটের প্যান্ডেলের সামনে দু-পক্ষের ধাক্কাধাক্কি, পৃথক মামলায় বিএনপিপন্থি ২২ আইনজীবীর আগাম জামিন এবং বিকেলে আবারও দু-পক্ষের ধাক্কাধাক্কির মধ্য দিয়ে বিএনপিপন্থিদের অংশগ্রহণ ছাড়াই সমিতির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

সব মিলিয়ে দিনভরই ছিল উত্তেজনার। সমিতি ভবন ও প্রাঙ্গণসহ ভোটারদের প্রবেশের জন্য গড়া ভোটের প্যান্ডেলের সামনে দিনভর ছিল বিপুলসংখ্যক পোশাকধারী পুলিশ।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির বলেন, সকাল ১০টার পর থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট চলে। এবারের নির্বাচনে ৮ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে দুদিনে ৪ হাজার ১৩৭ ভোট পড়েছে। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হতে পারে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভাঙচুর: আইনজীবী রিগ্যান রিমান্ডে

Advertisement

আসাদুজ্জামান মনির বলেন, প্রার্থীসহ বিএনপিপন্থিদের আপত্তির কারণে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু করা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। সমিতি প্রাঙ্গণে বিএনপিপন্থিরাই প্যান্ডেল ভেঙেছে। এবারের নির্বাচনে ৮ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে প্রথম দিন ২ হাজার ২১৭টি ভোট পড়ে।

গতকাল (বুধবার) আইনজীবী সমিতির নির্বাচনের (২০২৩-২৪) প্রথম দিনে অপ্রীতিকর ঘটনা ঘটে। দিনের শুরুতেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তিনটার পরে বিএনপির আইনজীবীরা হামলা চালিয়ে নির্বাচনী প্যান্ডেল ভেঙে ফেলেন। পরে উভয় পক্ষের আইনজীবীদের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এর পর দ্বিতীয় দফায় কড়া নিরাপত্তার মধ্যেও দুপুর এবং বিকেলেও মিছিল, শ্লোগান, হট্টগোল ধাক্কাধাক্কির মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।

সভাপতি পদে ১টি, সহ-সভাপতি ২টি, সম্পাদক ১টি, কোষাধ্যক্ষ ১টি, সহ-সম্পাদক ২টি, সদস্য ৭টি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য সমিতির নির্বাচন হয়ে থাকে। বর্তমানে সমিতির সভাপতি, সম্পাদকসহ সাতটি পদে আছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে আছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা।

এফএইচ/এমএইচআর/জেআইএম