সরকার প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করছে। দেশের এখন বিচার বিভাগও স্বাধীন নয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তা প্রতীয়মান হয়েছে। বর্তমান সরকার সাংবাদিক নির্যাতনে অতীতের সব রেকর্ড ভেঙেছে। এ হামলার দ্রুত বিচার না হলে দাবি আদায়ে লাগাতর কর্মসূচি দেওয়া হবে।
Advertisement
বুধবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সেখানে বক্তারা এসব অভিযোগ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সরকার সব নির্বাচনে ম্যাকানিজম করে। সুপ্রিম কোর্ট নির্বাচনেও সেটা করেছে। সেই তথ্য প্রকাশ হওয়ার ভয়ে সাংবাদিকদের ওপর পুলিশ দিয়ে হামলা করানো হয়েছে।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতেও দলীয়করণ হলো। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, বিচার পাবে কীভাবে? সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে না, জনগণকে মানে না। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এ অবস্থা।
Advertisement
রুহুল আমিন গাজী বলেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। আর কোনো সাংবাদিকের ওপর হামলা হলে আমরা এবার রাজপথে প্রতিশোধ নেবো। এ হামলার দ্রুত বিচার করতে হবে। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। পেশাজীবী পরিষদ ও সাধারণ জনগণকে নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিএফইউজের মহাসচিব এম এ আজিজ বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় প্রমাণ করে বিচার বিভাগও স্বাধীন নয়। এ সরকার সাংবাদিকবান্ধব নয়। এখন আন্দোলনের চূড়ান্ত সময় এসেছে। দেশের সর্বোচ্চ আদালতে পুলিশ যে নির্যাতন চালিয়েছে, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। সরকারের পতন ছাড়া সাংবাদিকদের মুক্তি নেই।
এনএইচ/এএএইচ/জিকেএস
Advertisement