চৈত্র মাসে সূর্য উল্লাসেমেঘ নিরুদ্দেশে পালায়!পথিক ক্লান্ত জীর্ণ শ্রান্তবিশ্রাম খোঁজে ছায়ায়!
Advertisement
মাথার ওপর উলম্বভাবেসূর্য বর্ষে অনল!লু হাওয়ায় কৃষক তামাশুকিয়ে চৌচির ভূতল।
পানিশূন্য বিল ডোবাদীঘির জল তলে;জলের সংকটে মানুষ জ্বলেখালে শকট চলে!
আমের মুকুল ছাই হয়েছেতৃণভূমি তেতে তামাটে!পশু-পাখি অতি ব্যাকুলচৈতী তাপের সম্পাতে!
Advertisement
একটু ছায়ায় মানুষ ঝিমায়সুনসান পথ ধুলোময়!গরুর পাল তৃষায় ছটফটায়লাপাত্তা রাখাল এ সময়!
অনল বায় জগলু ধায়বিরামহীন চলে ছুটে।জনম বিরহী মরি মরিগান মুখে চির সংকটে!
সজনীর তৃষায় তেপান্তরে হায়খুঁজে মরে সে প্রিয়াকে;মাঠ চৌচির মন শতচিরজীবন নদীর বাঁকে!
তৃষার্ত মন সারাজীবনচৈতী তৃষ্ণা বক্ষে!প্রিয়াকে পেলে শান্তি মেলেজীবনটা হয় রক্ষে!
Advertisement
এসইউ/এএসএম