চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেফতার হওয়া সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় অরুণ কান্তি বিশ্বাস নামে শিল্প পুলিশের এক এসআইকে ক্লোজড করা হয়েছে।
Advertisement
বুধবার (১৫ মার্চ) পারভেজ উদ্দিন সান্টুকে হাতকড়া পরিয়ে এবং কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সমালোচনা শুরু হলে রাতেই শিল্প পুলিশের ওই এসআইকে ক্লোজড করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান।
আরও পড়ুন>>> প্ল্যান্ট মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে তিনি জাগো নিউজকে বলেন, সীমা অক্সিজেনের মালিককে আদালতে নেওয়ার সময় কোমরে রশি বাঁধার ব্যাখ্যা চেয়ে এসআই অরুণ কান্তি বিশ্বাসকে শোকজ করা হয়েছে। নোটিশের জবাব দিতে তাকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
শোকজ নোটিসে বলা হয়েছে, ‘আপনি সু-শৃঙ্খল পুলিশ বাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হয়ে, বাংলাদেশ পুলিশ বাহিনীর নিয়মশৃঙ্খলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও ঊর্ধতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে আসমা স্কট ডিউটিতে ডিউটি পার্টির ইনচার্জ হয়ে দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করেননি। আপনার এহেন কর্মকাণ্ড কর্তব্যকর্মে অবহেলা, গাফিলতি, অদক্ষতা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী, শাস্তিযোগ্য অপরাধের শামিল।’
আরও পড়ুন>>> তদন্ত প্রতিবেদনের ৪ ঘণ্টার মধ্যেই সীমা অক্সিজেনের এমডি গ্রেফতার
শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ওই দুর্ঘটনায় এই পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনার প্রায় ৩০ জনের মতো আহত হন। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গত ১৪ মার্চ জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার ৪ ঘন্টার মধ্যেই ওই রাতেই সীমা অক্সিজেনের পরিচালক পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। গ্রেফতার পারভেজ সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি।
Advertisement
ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম