জাতীয়

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে জাতীয় মানবধিকার কমিশন। বুধবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় কমিশন।

Advertisement

এতে বলা হয়, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে জাতীয় মানবাধিকার কমিশন। গণমাধ্যম সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলাকালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের পিটুনির শিকার হন সাংবাদিকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যকর্মীদের অভিযোগ, বাছ বিচার না করে বেধড়ক পেটানো হয়েছে তাদের। তবে পুলিশের দাবি, সাংবাদিকরা ঘটনার মধ্যে পড়ে যান। এখানে ইচ্ছাকৃত আক্রমণ হয়নি।

কমিশন মনে করে, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন জায়গায় যাবেন এবং সংবাদ সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায়। যথাযথ তদন্ত করে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায় কমিশন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

Advertisement

এসএম/কেএসআর