খেলাধুলা

কেন নিজের রানআউটকে টার্নিং পয়েন্ট মানতে নারাজ মিরাজ?

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? কাটার মাস্টার মোস্তাফিজের বলে অফস্ট্যাম্পের বাইরে ডেভিড মালানের ক্যাচ দিয়ে ফেরা? নাকি মেহেদি হাসান মিরাজের পয়েন্ট থেকে ছোঁড়া সরাসরি থ্রো‘তে ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারের রান আউট?

Advertisement

তা নিয়ে ছোটখাট বিতর্ক হতেই পারে। তবে চুলচেরা বিশ্লেষণে টিম বাংলাদেশকে বেশি চাঙ্গা করেছে মিরাজের ওই অসাধারণ ‘ডিরেক্ট থ্রো’। পুরো দল ওই এক থ্রো‘তে চাঙ্গা হয়ে উঠেছিল এবং অনেকের ধারনা, মিরাজের থ্রো‘তে জস বাটলার ৪০ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড্। বাংলাদেশ পিছন থেকে সামনে এগিয়ে আসে।

তবে টাইগার অলরাউন্ডার মিরাজ অবশ্য তা মানতে নারাজ। তার ধারনা, তার নিজের থ্রো‘টাই শুধু গেম চেঞ্জ করেছে, তা ভাবা ঠিক হবে না। মোস্তাফিজের বলে ডেভিড মালানের আউট হওয়াকেও ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট মনে করেন মিরাজ।

তার ভাষায়, ‘প্রত্যেকটা মোমেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই এটা পার্ট অব গেম। রান আউট সবসময় গেম চেঞ্জ করে দেয়। এটা আমরা সবসময় দেখি। একটা মোমেন্টাম চলে আসে। আমি মনে করি, প্রত্যেকটা জিনিসেই আমাদের মোমেন্টাম ছিল। বিশেষ করে ওপেনাররা যখন শুরুর দিকে রান করেছে, ওই উইকেটে হয়তো শুরুর দিকে রান করা সহজ ছিল না। পরে মোস্তাফিজের ব্রেক থ্রু‘টা ওই সময় যে সেট ব্যাটসম্যানকে আউট করে দিয়েছে এবং আমার রান আউটটা। তারপর আবার হাসান মাহমুদ বল করেছে, তাসকিন বল করেছে। ওভারল আমি মনে করি, কালকের ম্যাচটা টিম অনুযায়ী খেলা হয়েছে এবং সবাই কন্ট্রিবিউট করেছে। এজন্য আমরা ম্যাচ জিতেছি।’

Advertisement

এআরবি/আইএইচএস