খেলাধুলা

আইসিসির কভার ফটোতে বাংলাদেশ

আইসিসির কভার ফটোতে বাংলাদেশ

ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। এবার জয় তো এলোই, এলো সিরিজ। শেষটায় এসে ইংলিশদের ধবলধোলাইয়ের লজ্জাতেও ডুবালো সাকিব আল হাসানের দল।

Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে এমন জয়, যে কোনো বড় দলের জন্যও তো স্বপ্নের মতো! বাংলাদেশ সেই স্বপ্নকে সত্য করেছে। দাপুটে খেলেই ইংলিশদের হারিয়েছে ৩-০ ব্যবধানে।

বাংলাদেশের এমন অর্জনকে বড় করে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিও। তারা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আর ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজের কভার ফটো বানিয়েছে ৩-০ ব্যবধানে জয়ের পর উদযাপনের ছবিটিকে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাই মিশন পূর্ণ করে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে (প্রথম দল অস্ট্রেলিয়া) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে সব কটি ম্যাচে হারানোর কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা।

Advertisement

এমএমআর/জেআইএম