জাতীয়

রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের সংযমী হতে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, একটুখানি সংযমী হওয়া দরকার আপনাদের। যে রমজান মাস আসছে, সেটা সংযমের মাস। এসময় ন্যায্য মুনাফা করুন। আমরা সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবো না। তবে চেষ্টা করবো।

Advertisement

বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন: রমজান এলেই দাম বাড়ে, প্রতিশ্রুতি রাখে না ব্যবসায়ীরা

তিনি বলেন, পৃথিবী জুড়ে ব্যবসায়ীরা আনন্দের দিনে, উৎসবের দিনে সাশ্রয়ী মূল্যে মানুষকে পণ্য দেয়। যাতে তাদের মধ্যে আনন্দ ফুটে ওঠে। সবখানে উৎসব ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।

Advertisement

এসময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে, আপনারা এ দায়িত্ব নেবেন কি না? তবে এটা আপনাদের অবশ্যই নেওয়া উচিত।

টিপু মুনশি বলেন, আমরা সচেতন ব্যবসায়ী চাই। শুধু লাভের জন্য ব্যবসা করলে চলবে না। মানবিক দায়িত্ব রয়েছে। এমন কিছু করা ঠিক হবে না যাতে মানুষ কষ্ট পায়।

আরও পড়ুন: রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তার অধিকার মানে মানুষের অধিকার। মানুষ যখন তার সব অধিকার সম্পর্কে জেনে যাবে, তখন আমাদের অর্ধেক যুদ্ধ শেষ হয়ে যাবে। আমাদের বেশিভাগ মানুষ জানতও না যে কেউ তাকে ঠকালে তার জন্য সে বিচার পেতে পারে। ক্ষতিপূরণ পেতে পেরে। ২০০৯ সালে ভোক্তা অধিকার আইন প্রণয়নের পরের বছর আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করেছি। প্রথম এক যুগ তারা ভালোভাবে কাজ করতে পারেনি, জনবল সংকট ছিল। এখন তারা অনেক শক্তিশালী হচ্ছে। বাজারে যাচ্ছে। মানুষ তাদের ওপর আস্থা পাচ্ছে।

Advertisement

আরও পড়ুন: পাইকারিতেও চিনি-ছোলার বাড়তি দাম, রমজানে থাকবে না ‘সংকট’

ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনাদের সচেতন হতে হবে। চটকদার কোনো বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। কোনো প্রতিষ্ঠান আপনাকে অর্ধেক দামে পণ্য দিতে চাচ্ছে, আপনি একটু ভাবুন সেটা সে কীভাবে দেবে। সেখানে প্রতারণা আছে।

এদিকে ওই অনুষ্ঠানে ‘সিসিএমএস’ নামের অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তারা এই অ্যাপের মাধ্যমে সহজেই অভিযোগ করতে পারবেন।

এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

এনএইচ/জেডএইচ/এমএস