আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে ৩৮ জনের মৃত্যু

দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে ঘূর্ণিঝড় রামমাসানের আঘাতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছরের বর্ষা মৌসুমে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।এদিকে, গতিপথ পরিবর্তন করে বুধবার দুপুর থেকে চীনের দিকে এগুচ্ছে রামমাসান।ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল বুধবার রাত পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আরও মৃত্যুর খবর আসতে থাকায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করেন সংস্থাটির প্রধান আলেক্সান্ডার পামা। উপড়ে পড়া গাছের আঘাতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান পামা।ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজানের উপর দিয়ে মঙ্গলবার ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ের কারণে গাছপালা উপড়ে পড়ে ও বাড়িঘর ধ্বংস হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করে যাচ্ছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দুর্যোগের কারণে সরকারি অফিস ও স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল।তবে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত কুয়েজোন প্রদেশটি রামমাসানের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানে কুয়েজোন প্রদেশটি পরিদর্শনের পর এর প্রায় ৯৫ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement