পুরো সিরিজে দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ। চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। আজ যেমন মেহেদি হাসান মিরাজের এক থ্রোতেই ঘুরে যায় ম্যাচ। ইংলিশ কোচ ম্যাথিউ মটও স্বীকার করেছেন, এমন দুর্দান্ত ফিল্ডিং ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছে।
Advertisement
অধিনায়ক সাকিব আল হাসানও দলের ফিল্ডিংয়ে দারুণ সন্তুষ্ট। কথায় কথায় বললেন, এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হওয়ার পরিকল্পনা তাদের। এক পর্যায়ে বলেই ফেললেন, সম্ভবত এই দলটাই এশিয়ার সেরা ফিল্ডিং সাইড।
ইংল্যান্ডকে ধবলধোলাই শেষে সাকিব সংবাদ সম্মেলনে ফিল্ডিং প্রসঙ্গে বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার। মনে হয় না আমরা খুব বেশি পিছিয়ে আছি। আমি বলব, এ দলটা হয়তো এশিয়ার সেরা ফিল্ডিং দল।’
ইংল্যান্ডের ফিল্ডিংয়ের সঙ্গে নিজেদের তুলনা করে সাকিব বলেন, ‘ইংল্যান্ড এত ভালো একটা ফিল্ডিং সাইড। কিন্তু আমার মনে হয় আমরা তিন খেলাতেই তাদের চেয়ে ভালো ফিল্ডিং করেছি।’
Advertisement
এআরবি/এমএমআর/এমএস