জাতীয়

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথমবারের মতো শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

মঙ্গলবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্মরণীয় এ জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়নদের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েই ছাড়লো টাইগাররা

Advertisement

এদিকে সফরকারী ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

ঘরের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় স্বাধীনতার মাসে ক্রিকেটারদের অর্জনে নিজের গর্বের কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ম্যাচসেরা লিটন, সিরিজসেরা শান্ত

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে গত রোববার মিরপুরে দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় কোনো সিরিজে ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়ে লাল-সবুজের দল। আজ টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের লজ্জা উপহার দিলো স্বাগতিকরা।

Advertisement

আরও পড়ুন: কত কোটি টাকা বোনাস পাচ্ছেন সাকিবরা?

এদিন হোম অব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশদের ইনিংস।

এমকেআর/এএসএম