রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩শ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলাবার (১৪ মার্চ) দুপুর পৌন ১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ও খোকশার বর্ডার এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে পুলিশ। এ সময় ছোট বড় মোট ১০টি সোনার বার উদ্ধার করা হয়। পরে ওজন করে দেখা যায় সেগুলোর ওজন ৭ কেজি ৩শ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় সোনা বহনকারী দুজনকে গ্রেফতার করা হয়।
এদিকে সেসময় গ্রেফতারদের ফোনে একাধিকবার কল দিচ্ছিলেন খোকশা ওসমানপুরের এক ইউপি সদস্য। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ইউপি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই সোনা তিনি নিতেন। ধারণা করা হচ্ছে এসব সোনা দেশের বাইরে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।
গ্রেফতাররা হলেন, পাংশা বাবুপাড়া ইউপির হাজরাপাড়ার শুকুর আলীর ছেলে সাত্তার শেখ (৩৩), সরিষা ইউপির বড় বনগ্রামের আব্দুল খালেকের ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও কুষ্টিয়া খোকশার ওসমানপুর ইউপির মৃত আইন উদ্দিনের ছেলে ৩নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম (৩৮)।
Advertisement
রুবেলুর রহমান/এফএ/এএসএম